শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ফেন্সিডিলসহ জামাল হত্যা মামলার আসামী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রামে তিন বোতল ফেন্সিডিলসহ আলাউদ্দিন (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সে চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামী এবং পাশ্ববর্তী ফেণী সদরের নোয়াবাদ গ্রামের গোলাম মোস্তফার পুত্র।

বর্ডার গার্ড বাংলাদেশ সাতঘড়িয়া সীমান্ত ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জানুয়ারী) সকাল ৭টায় ভারত সীমান্তের ফেণী-চৌদ্দগ্রাম এলাকার সীমান্তবর্তী সোনাইছা কবরস্থানের সামনে থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই সিরাজ জানান, যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামী আলাউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য ২০১৫ সালের ৮ জানুয়ারী চৌদ্দগ্রামের আলকরার পদুয়া রাস্তার মাথায় গুলি চালিয়ে ও কুপিয়ে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। দুই দিন পর সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুসহ ২৮ নেতাকর্মীকে আসামী করে নিহত যুবলীগ নেতা জামাল উদ্দিনের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলাটি করেন

আর পড়তে পারেন