বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রায় ৪ লক্ষ টাকার চোরাচালান পণ্যসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে একাধিক অভিযান পরিচালনা করে প্রায় ৪ লক্ষ টাকার মাদক ও অন্য চোরাই পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি।

আটক হওয়া দুইজন হলেন কুমিল্লা সদরের বিজয়পুর এলাকার মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ ইয়াছিন আলী (৩০) ও একই উপজেলার মতিনগর গ্রামের মোঃ মমিন মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৮)।

১০ বিজিবি সূত্র জানায়, জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর (লহ্মীপুর পোষ্ট) বিওপি’র বিজিবির টহলদল মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে লহ্মীপুর ব্রিজের সামনে থেকে ২ শত পিস ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল হুইস্কি এবং অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ২০ কেজি গাঁজা, ৩২৫ বোতল ফেন্সিডিল, ১৬০ পিস টার্গেট ট্যাবলেট, ৭টি শাড়ি, ২০টি হরলিক্স বোতল, ৯২০ টি চকলেট ও ১টি বাংলাদেশি কাঠের মিকসেফ পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮১ হাজার ৯ শত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন