শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রায় ১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাইমালসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বিভিন্ন সীমান্তে একাধিক অভিযান পরিচালনা করে ১ কোটি ৭ লক্ষ সাড়ে ৮৫ হাজার টাকার মাদক ও অন্যান্য চোরাই মালামালসহ একজনকে আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবি সূত্র।

আটক হওয়া মাহে আলম (২৪) কুমিল্লা সদরের গাজীপুর মধ্যপাড়া এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি‘র টহলদল মঙ্গলবার রাতে জাম্বুরা টিলা নামক স্থান হতে ১৩৫ পিস ইয়াবা  ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মাহে আলমকে আটক করে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭ বোতল বিয়ার, ৭৭ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজা, ৫৩ হাজার ৬৮০ পিস সেনেগ্রা ট্যাবলেট, ২ লক্ষ পিস অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ৭০ হাজার ৯৬০ পিস বিভিন্ন প্রকার ঔষধ, একটি মোটর সাইকেল এবং ১ টি সিএনজি চালিত অটোরিক্সা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭ লক্ষ ৮৫ হাজার ৫ শত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

১০ বিজিবির অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন