শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রাথমিক সমাপনী পরীক্ষা ১ লাখ ৫ হাজার ২৮৭ শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৯
news-image

 

আজকের কুমিল্লা রিপোর্ট ঃ
কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল আল মাহমুদ সহিদ নগরীর মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
কুমিল্লা প্রতিনিধি।। ১৭ নভেম্বর ১৯

সারাদেশের ন্যায় কুমিল্লার ১৭টি উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ৩৩৭ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় জেলার ১ লাখ ৫ হাজার ২৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৪৬ হাজার ৯১৩ জন ছাত্র এবং ৫৮ হাজার ৩৭৪ জন ছাত্রী রয়েছে।

এদিকে জেলার ১৭টি উপজেলায় মাদরাসা বোর্ডের অধীনে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১৮ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ৯ হাজার ১৩৯ জন ছাত্র এবং ৯ হাজার ২১৮ জন ছাত্রী রয়েছে।

কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল আল মাহমুদ সহিদ পরীক্ষা চলাকালীন সময়ে কুমিল্লা নগরীর মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

আর পড়তে পারেন