মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রবাস ফেরত ৮৭০ জন হোম কোয়ারেন্টাইনে: আদেশ না মানায় ২ জনকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২০, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮৭০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলার ১৭ উপজেলায় নতুন করে বিদেশ ফেরত ২৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, তারা ইতালি, সৌদিআরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান থেকে দেশে ফিরেছে।

এদিকে কুমিল্লায় হোম কোয়ারেন্টাইন না মানায় দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহষ্পতিবার রাতে জেলার দাউদকান্দি উপজেলায় একজনকে এবং লালমাই উপজেলায় আরেকজনকে জরিমানা এ করা হয়।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামের কাতার থেকে আসা মোস্তাক ভূঁইয়ার ছেলে নুর উদ্দিন (নুর ইসলাম) হোম কোয়ারেন্টাইনে না থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ। এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমনসহ অন্যান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে কুমিল্লার লালমাই উপজেলায় হোম কোয়ারান্টাইন না মানায় আরেক বাহরাইন প্রবাসীকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আর পড়তে পারেন