শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পরিবহন ধর্মঘটে মহাসড়ক ফাকা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে পালিত হচ্ছে পরিবহন ধর্মঘট। ‘সড়ক পরিবহন আইন ২০১৮ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় আজ সকাল থেকে এ ধর্মঘট পালন করছে তারা।

রোববার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় পরিবহন শ্রমিকরা সড়কে যান চলাচলে বাঁধা প্রদান করেন। এসময় মহাসড়কের উপর বসে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আট দফা দাবি মানা না হলে মঙ্গলবার বিকাল পর্যন্ত সড়ক অচল করে রাখা হবে বলে জানা বিক্ষোভকারীরা।

শ্রমিক ধর্মঘট উপলক্ষে কুমিল্লা শহরের শাসনগাছা, চকবাজার ও টমসমব্রিজ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন যাত্রীবাহী পরিবহন। সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে।
এদিকে যানবাহন না পেয়ে মহাসড়ক জুড়ে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। পদুয়ারবাজার বিশ্বরোডে ৭০ বছর বয়সী জামাল মিয়া জানান, শহর থেকে বরুড়া উপজেলায় যাবো। কোন যানবাহন চলছে না। কিভাবে যাবো বুঝতে পারছি না। প্রায় এক ঘন্টা ধরে দাড়িয়ে আছি।

 

আর পড়তে পারেন