শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নিবন্ধনকৃত মৎসজীবীদের মাঝে রিক্সাভ্যান, সেলাই মেশিন ও আয়রন মেশিন প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০২০
news-image

আশিকুর রহমান আশিকঃ
সারাবছর জেলেদের কাজ থাকে না, তাই বিকল্প কর্মসংস্থানের জন্য কুমিল্লা সদর উপজেলার নিবন্ধনকৃত মৎসজীবিদের মাঝে রিক্সাভ্যান, সেলাই মেশিন ও আয়রন মেশিন প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে মুন্সেফবাড়ি কার্যালয়ে রিক্সা ভ্যান, সেলাই মেশিন ও আয়রন মেশিন প্রদান করেন, কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল ও এডভোকেট হোসনেয়ারা বকুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মনজুর আহমেদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের উদ্যোগে ৫০ জন মৎসজীবীকে রিক্সা ভ্যান, সেলাই মেশিন ও আয়রন মেশিন প্রদান করা হয়।

আর পড়তে পারেন