শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নারী কাউন্সিলরের গণটিকা দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর নিজেই তার অফিসে প্রায় ১০০ জনকে jকরোনা প্রতিরোধক টিকা দিয়েছেন। তার টিকা দেওয়ার ছবি বৃহস্পতিবার ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত কাউন্সিলর নাদিয়া নাসরিন (সংরক্ষিত) টিকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি কাউন্সিলর কার্যালয়ে ১০০ জনকে টিকা দিয়েছি। কেননা, আমার ওয়ার্ডের জন্যে নির্ধারিত কেন্দ্র হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকা কার্যক্রম ৯ আগস্ট বিকালে স্থগিত ছিল।’

অধিদপ্তরের দিক-নির্দেশনা না মেনে তিনি নিজেই কিভাবে টিকা দিলেন?— জানতে চাইলে নাসরিন বলেন, ‘আমি টিকা দেওয়ায় প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত। আমার টিকা দেওয়া কারো কোনো সমস্যা হয়নি।’

গত ৯ আগস্টের গণটিকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, ‘তিনি (মহিলা কাউন্সিলর) এই কাজ করতে পারেন না। আমি সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাইবো।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে একাধিকবার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
সূত্র:ডে.স্টার

আর পড়তে পারেন