শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দিনমজুর-গৃহপরিচারিকা-কর্মহীনদের বাসায় খাদ্য ও ইফতার পৌছে দিচ্ছেন সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২১, ২০২০
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু :
ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কুমিল্লা জেলায় লকডাউন নিশ্চিতের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর-কর্মহীন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য-ইফতারসামগ্রী ও নগদ অর্থ পৌছে দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সাবান ২ টি, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেচি, চিরা এক কেজি, খেজুর আধা কেজি ও পেয়াজ ১ কেজি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার কুমিল্লা নগরীর ছোটরা, চকবাজার, কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিল, হযরতপাড়া, বালুতুপা, বজ্রপুরসহ বিভিন্ন এলাকার অসহায়-নিঃস্ব মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদের মধ্যে রয়েছে ৬ জন গৃহপরিচারিকা, ২ জন দিনমজুর, ২ জন প্রতিবন্ধি, ৩ জন শ্রমিক, একজন রাজমিস্ত্রী, ৩ জন রিকসাচালক, ৩ জন অসুস্থ্য প্রবীণ বেকার লোকসহ কর্মহীনদের বাসায় এ খাদ্যসামগ্রী পৌছে দেন।

গৃহপরিচারিকা অপরাজিতা (ছদ্মনাম) জানান, করোনা ভাইরাসের কারণে এখন কাজে যেতে না করছে বাসার মালিক। তাই দুবেলা খাবার পাচ্ছি না। আজ সেনাবাহিনীর কাছ থেকে খাদ্য পেলাম। এখন হয়তো আগামী ৯/১০ দিন খেতে পারমো।

রিকসাচালক রহমান (ছদ্মনাম) জানান, পেটের দায়ে রিকসা নিয়ে বের হই। সবাই বলে ত্রাণ দিবে। কিন্তু ত্রাণ আমরা পাই না। আজ সেনাবাহিনী খাদ্য এনে দিল। এখন বাড়িতে থাকমো।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফ আলী, সেনানিবাসের ক্যাপ্টেন সাইফ ।

আর পড়তে পারেন