শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দাফনের নয় মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৫, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় দাফনের নয় মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে খলিলুর রহমান নামের এক ব্যবসায়ী যুবকের লাশ আদালতের আদেশে উত্তোলন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় কালিরবাজার ইউনিয়নের ধনুয়াইশ গ্রামের কবরস্থান থেকে কুমিল্লা জেলা প্রশাসকের নিবার্হী ম্যাজেস্ট্রেট এ কে এম ফয়সাল, পুলিশ ব্যুরো ইনভেস্ট্রিগেশন (পিবিআই) কুমিল্লা’র ইন্সপেক্টর মো. আলাউদ্দিন চৌধুরী, কুমিল্লা কালির বাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিকান্দার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

খলিলুর রহমান ধনুয়াইশ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় কালিরবাজারে স্টুডিও ও স্টীলের ব্যবসা করত। তার স্ত্রীসহ সিয়াম হোসেন নামে পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

গত বছরের ৪ সেপ্টেম্বর পরকীয় প্রেমিকা রুনা আক্তারের নানার বাড়ি বরুড়া উপজেলার আমতলী খটকপুর খলিলের রহস্যজনক মৃত্যু ঘটে। মৃত্যুর প্রায় দেড় মাস পর পরিকল্পিত খুনের খুনের অভিযোগ এনে রুনা আক্তার সহ ১০ জনকে আসামী করে নিহতের মা মাফিয়া বেগম কুমিল্লার আদালতে মামলা করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে প্রথমে কোতয়ালী মডেল থানাকে তদন্তের নির্দেশ দেয়। এতে বাদী পক্ষ না রাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্ট্রিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দেন।

পিবিআই এর কর্মকর্তারা নিহতের পরিবার-প্রতিবেশী, পরকীয়া প্রেমিকার পরিবার, ঘটনাস্থল নানার বাড়ির লোকজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের কললিস্ট ও ম্যাসেজ থেকে গুরুত্বপূর্ন তথ্য পান।

আর পড়তে পারেন