বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় তেল-আলু-চালের দাম বাড়তি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় দুই দিনের ব্যবধানে বেড়েছে তেল, আলু ও চালের দাম। নগরীর অধিকাংশ বাজারেই এসব পণ্য অতিরিক্ত দামে বিক্রি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ।

বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ২২ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা, ৮৮ টাকার খোলা সয়াবিন তেল ৯৫ টাকা, চাল প্রতি বস্তায় বেড়েছে ৯০-১৫০ টাকা।

পদুয়ার বাজারের মুদি দোকানদার দিদারুল আলম বলেন, পুরাতন চাল কম দামে বিক্রি করা যায়। কিন্তু বুধবার থেকে মোকামে চালের দাম বেড়েছে। তাই কেজিতে ২-৩ টাকা বেশি নিতে হচ্ছে।

কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, বোতলজাত তেল এবং প্যাকেটজাত চালের দাম মোড়কে দেয়া থাকে। এওসব পণ্যে অতিরিক্ত দাম নেয়ার সুযোগ নেই। আলু, খোলা তেল বিক্রেতাদের ভাউচার বা ক্যাশ ম্যামো সংগ্রহে রাখতে হবে। বাজার মনিটরিংয়ে এসব ভাউচার দেখাতে হবে।

আর পড়তে পারেন