শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় তাপমাত্রা ৩৮.৫, ভ্যাপসা গরমে নাকাল সব বয়সী মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২০, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

ক্যালেন্ডারের পাতার হিসেবে জ্যৈষ্ঠ মাসে প্রখর খরতাপ থাকার কথা থাকলেও জলবায়ু পরিবর্তন জনিত কারণে এবার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আগাম বৃষ্টিপাতে নগরবাসী তেমন গরম অনুভব করেননি। তবে গত দু’দিন বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গতকাল কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ৩৮.৫।

কুমিল্লা বিবির বাজারের বাসিন্দা ছাত্র কামাল  জানালেন, ‘ভাই, আর বইলেন না, গত দু’দিন ধইরা কী যে ভ্যাপসা গরম পড়ছে। গরমে জানডা কাহিল হইয়া পড়ছে। ঘরে-বাইরে কোথাও শান্তি পাই না। বউ পোলাপাইন লইয়া আজ শুক্রবার কান্দিরপাড় ডাক্তার দেখাতে গেছিলাম। গরমে সবাই ঘেমে অস্থির। বাসায় ফিরা আইসা সবাই গোসল কইরা কিছুটা শান্তি হইছি।’ ঠিক এভাবেই জ্যৈষ্ঠের খরতাপে নাকাল হওয়ার কথা বলছিলেন

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান  দুপুরে  জানান, জ্যৈষ্ঠ মাসে খরতাপূর্ণ আবহাওয়া থাকাটাই স্বাভাবিক। তবে এ বছর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কম ছিল। গত দুইদিন যাবত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরম বেশি অনুভব হচ্ছে।

তিনি আরও জানান, আগামী তিন-চারদিন পর বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা আরও বেশি। তখন গরম আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় দিন দীর্ঘ থাকে ও সূর্যের গতিপথ মাথার উপরের কাছাকছি থাকায় উত্তাপের মাত্রা অত্যাধিক থাকে।

কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গরমে ছোট-বড় সবার নাভিশ্বাস অবস্থা। বয়ষ্ক, শিশু এবং শ্রমজীবী মানুষের অবস্থা বেশি খারাপ। সূর্যের তাপ এতই বেশি যে খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাস চোখে-মুখে লাগছে। যাত্রপথে ছাতা মাথায় দিয়ে, বাসে কিংবা যানবাহনে হাত পাখার বাতাসে গরম কমানোর চেষ্টা করছেন অনেকেই।

ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে নাকাল হয়ে রাস্তার পাশে বিক্রি হওয়া সরবতের দোকানে ভীড় করছেন অনেকে। রমজানে এমন গরমে দিনমজুর, ভ্যান বা রিকশাচালকরা ট্রাফিক সিগন্যাল বা জ্যামে আটকা পড়লেই মাথায় গামছা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন।

 

আর পড়তে পারেন