শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬৩ জন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় এ পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
আজ সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭০ জন। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি হয়েছে।  ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে এ পর্যন্ত বাড়ি ফিরেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাঃ স্বপন কুমার অধিকারী এ তথ্য জানিয়ে বলেন, এদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। এ পর্যন্ত কেউ মারা যায়নি। হাসপাতালে রোগীর বেড সংখ্যা কম হওয়াতে সাধারণ রোগীও বেড সংকটে ভুগছে।

এ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ওয়ার্ডে চার শতাধিক ব্যাক্তির রক্ত পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মাত্র ১২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।

ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোন ওয়ার্ডের ব্যবস্থা করা যায়নি। তাদের অনেকেই হাসপাতালের মেঝেতে রাখতে হচ্ছে।

আর পড়তে পারেন