বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডেঙ্গু রোগীর ভিড়ে সরকারি, বেসরকারি হাসপাতাল ক্লিনিক – কোথাও জায়গা নেই

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় বেড সংকটের কারণে ফ্লোরেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। গত ২২ জুলাই থেকে ঢাকায় আক্রান্ত হয়ে আসা ১৪৩ জন রোগী কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন সময়ে ১৩৬ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হন। বাকীরা জেলার অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

শনিবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮১ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী এ তথ্য জানিয়ে বলেন, তাদের মধ্যে কেউ আশঙ্কাজনক নন। এ পর্যন্ত কেউ মারা যাননি।

তবে হাসপাতালে বেড সংখ্যা কম হওয়াতে সাধারণ রোগীও বেড সংকটে ভুগছেন। ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো ওয়ার্ডের ব্যবস্থা করা যায়নি। তাদের অনেককেই হাসপাতালের মেঝেতে রাখতে হচ্ছে।

আর পড়তে পারেন