শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫ জন ছাড়িয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই পর্যন্ত শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিতে কুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার খোঁজ নিয়ে জানা যায়, দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন ছাড়িয়েছে। এর মধ্যে কুমেক হাসপাতালে ৪৬ জন এবং অন্যান্য হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১১০ জন।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী বলেন, কুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে অর্ধশত রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিনই ৮-১০জন রোগী ভর্তি হচ্ছেন। যদিও তারা ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় আসছেন। কুমেক হাসপাতালটি পাঁচশত শয্যার। অন্যান্য রোগীদেরকে আমরা সঠিকভাবে বেড দিতে পারছি না। তার মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের নিয়ে আমরা চাপের মধ্যে রয়েছি।

জেলা সিভিল সার্জন ডা. মুজিবর রহমান বলেন, কুমিল্লায় ভর্তি রোগীদের কারো অবস্থা আশংকাজনক নয়। এদিকে বিকালে কুমেক হাসপাতালে ভর্তি রোগীদের দেখতে যান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

আর পড়তে পারেন