শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের প্রবাসী জামাল সরকারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

আটক ডাকাত সাদ্দাম হোসেন (২৬) জেলার বরুড়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

গৃহকর্তা জামাল সরকার জানান, গত কয়েক সপ্তাহ আগে তিনি দেশে আসেন। রবিবার তিনি গরু বিক্রি করে দুই লাখ টাকা ঘরের স্টিলের আলমিরাতে রাখেন। এরপর রাত দুইটার দিকে মুখোশধারী ১৫/১৬ জনের একদল ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ দুই লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ সময় আমরা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে নিয়ে ডাকাতদের ধাওয়া করতে থাকে। এতে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও এক ডাকাতকে গ্রামবাসী আটক করে।

হোমনা থানার ওসি তদন্ত নাজামুল ইসলাম জানান, জনতা এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ডাকাত বর্তমানে থানা হাজতে রয়েছে।

আর পড়তে পারেন