বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ছাত্রলীগ নেতার হুমকির পর ভাংচুর হল আওয়ামী লীগ নেতার ভবন!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৯, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসামে ছাত্রলীগ নেতার হুমকির পর আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভবন ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কান্দিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি লাকসাম পৌর এলাকার নশরতপুর গ্রামে নিজের ক্রয়কৃত জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করেন লাকসাম কান্দিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। ২৬ ডিসেম্বর রাতে অজ্ঞাত ব্যক্তিরা নির্মাণাধীন ঘরের প্রায় ৬০ বর্গফুট দেয়াল ভেঙে ফেলে।

একই রাতে নির্মাণস্থলে রাখা ২৫ ব্যাগ সিমেন্ট পানিতে ফেলে দেয়। নির্মাণ কাজে ব্যবহৃত মোটর ও শ্রমিকদের যন্ত্রাংশ লুট করা হয়। এর আগেও প্রাচীর নির্মাণকালে বেশ কয়েকবার রাতের আঁধারে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন বলেন, ‘গত কয়েকদিন আগে লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন তাকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। এর আগেও বেশ কয়েকবার সে কাজ বন্ধ রাখতে বলে। বিষয়টি তিনি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ্সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। এরপরে রাতের আঁধারে কে বা কারা দেয়াল ভেঙে ফেলে। ২৫ ব্যাগ সিমেন্ট পানিতে ফেলে দেয়া হয়।

নির্মাণ কাজে ব্যবহৃত মোটর ও শ্রমিকদের যন্ত্রাংশ লুট করা হয়। ’

তিনি আরো বলেন, ‘তার বাড়ির পাশে জমি ক্রয় করায় সোহাগ বিভিন্ন সময় হুমকি দিয়েছে। সোহাগ আগে করত ছাত্রদল, এখন করে ছাত্রলীগ। নতুন আওয়ামী লীগের নিকট পুরাতন আওয়ামী লীগের দাম নেই!’

ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ্ বলেন, ‘বাউন্ডারি দেয়াল করলে সোহাগদের সমস্যা হতে পারে বলে তারা আপত্তি জানিয়েছিলো। এনিয়ে দুই পক্ষকে ডেকে সমাধান করে দিয়েছি। এখন মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের বাড়ির ভেতরে রাতের আাঁধারে ক্ষতি করার অভিযোগ পেয়েছি। সোহাগরা এর সাথে জড়িত কি না তা বলতে পারছি না। অপরাধীকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ করছি। ’

ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আমার প্রতিবেশী। তার সাথে আমার কোন সমস্যা হয়নি। ’ ব্যস্ততা দেখিয়ে সোহাগ ফোন রেখে দেন।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

আর পড়তে পারেন