শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চুরি করতে গিয়ে ধরা খেল ডাকাত সর্দার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০১৯
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল হোসেন মানিক। তবে ডাকাতির পরিবর্তে সিধ কেটে চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছেন জনতা।
রোববার রাতে উপজেলার কুলাসার গ্রামের বড় বাড়িতে ডাকাত সর্দারকে ধরা হয়।

আটক মানিক উপজেলার জগন্নাথদীঘি ইউপির গাংরার আবদুল হালিমের ছেলে।

সোমবার মানিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী মো. এমদাদুল হক।

মামলায় উল্লেখ করা হয়, এমদাদুল হক ও তার পরিবারের লোকজন রোববার রাতে কাজ শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটায় জামাল হোসেন মানিক দুই সহযোগীসহ এমদাদুল হকের বসতঘরে গর্ত করে ঢুকে পড়ে। তারা ঘরের টেবিলের উপর ভ্যানিটি ব্যাগে থাকা দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও পাশে থাকা একটি বিদেশি টর্চ লাইট নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় এমদাদুল সজাগ হয়ে পড়েন। তাৎক্ষণিক দরজা খুলে চিৎকার দিলে পরিবার ও আশ-পাশের লোকজন মানিককে আটক করতে সক্ষম হন। এ সময় মানিকের সহযোগী চোচনার লাল দুলাল ও নোয়াখালীর সুধারাম মডেল থানার মো. মিলন পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগী এমদাদুল হক বাদি হয়ে মামলা করেন। আটক মানিককে কারাগারে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন