শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় চালকদের মুখে পোড়া মবিল মেখে দিলো অবরোধকারীরা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০১৯
news-image

 

আশিকুর রহমান আশিকঃ

সড়ক আইনের বিরোধীতা করে সারাদেশে পরিবহন শ্রমিকদের ডাকা অবরোধে কুমিল্লায় সড়কে চলাচলরত গাড়ি চালকদের মুখে পোড়া মবিল মেখে দিচ্ছে অবরোধকারীরা।

সকালে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারে অবরোধকারীরা চালকদের মূলে পোড়া মবিল মেখে দেয়ার চিত্র দেখা যায়।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে কুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের মুখে অবরোধ করতে থাকে শ্রমিকরা। ফলে উভয় পাশে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এক পর্যায়ে চালকদের মুখে মবিল মেখে দেয়। ভোগান্তির মধ্যে পরে হাজার-হাজার যাত্রী।

খবর পেয়ে সাড়ে ১২ টায় ফ্লাইওভার এলাকায় আসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আকম বাহা উদ্দিন বাহার।

তিনি পরিবহন শ্রমিক নেতাদের সাথে কথা বলে তাঁদের দাবী পুরুনের আশ্বাস দিলে শ্রমিক নেতারা তাঁদের অবরোধ তুলে নেয়।
এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দু একটা মালামাল আনা নেয়ার কাজে ট্রাক দেখা গেলেও চোখে পড়েনি কোন যাত্রীবাহী বাহন। পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালীয়া বাসস্ট্যান্ডে যানবাহনের জন্য হাজারো যাত্রীর হাহাকার ছিলো লক্ষণীয় বিষয়।

কেন এই পরিবহন ধর্মঘট এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে এমন সিদ্ধান্ত হয়নি। এটা পরিবহন ধর্মঘট নয়।দাউদকান্দি টোলপ্লাজায় ট্রাক লড়ির ধর্মঘট চলার সময় কুমিল্লা শাসনগাছা থেকে ছেড়ে যাওয়া এশিয়া ও তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের উপর হামলার পরিপ্রেক্ষিতে জেলা পরিবহন চালক ও হেলপারদের অঘোষিত ধর্মঘট চলছে। এটা কোন কেন্দ্রীয় ধর্মঘট নয়।

আর পড়তে পারেন