শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গ্রামে গ্রামে শাকসবজির বীজ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০২০
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু :
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কুমিল্লা জেলায় লকডাউন নিশ্চিতের লক্ষ্যে জেলার গ্রামে গ্রামে গিয়ে শাক সবজির বীজ, খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়া।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সাবান ২ টি, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি ও পেয়াজ ১ কেজি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলার বুড়িচং উপজেলার পয়াত গ্রামে ঘরে থাকা নিঃস্ব -অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বীজ বিতরণ করেন সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বুড়িচং এর সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদ আক্তার।

পরে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, পুলিশ লাইন্সসহ নগরীর বিভিন্ন স্থানে সেনা টহল জোরদার করা হয় এবং বীজ ও ত্রাণ বিতরণ করা হয়।

আর পড়তে পারেন