শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে এসএসসি পরিক্ষার্থীর আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার বরুড়ায় মামার ভাড়া বাসায় শিশু রানী দে (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী জানালার গ্রীলের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা যায়।

সে কচুয়া উপজেলার মেঘদাইড় গ্রামের গুরু পদ চন্দ্র দের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার পৌরসদর এলাকার হাসপতাল রোডস্থ হাজী আক্তার হোসেনের বহুতল ভবনের ৬ষ্ঠ তলায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লক্ষন চন্দ্র পালের ভাগ্নি মিশু রানী দেযের বাসায় থেকে পড়াশোনা করতো। সে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষা দিয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে সে তার কক্ষে ছিল। পাশের রুমে তার মামী ঘুমাচ্ছিলেন। বিকেল পৌনে ৫টায় তার মামা লক্ষন পাল বাসায় ঢুকে দরজার ফাঁক দিয়ে ভাগ্নির জুলন্ত লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে প্রেরন করে।

প্রতিবেশীরা জানান, মিশু রানীকে তার মামা ও মামী নিজের সন্তানের চেয়েও বেশী আদর স্নেহ করতো। তার এমন কান্ডে তারা মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন।
খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আর পড়তে পারেন