শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় খাডিতে মাছ ধরার প্রচলণ ধরে রেখেছে গ্রামের লোকজন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০২০
news-image

 

আনোয়ার হোসেনঃ

খাডিতে (গর্তে) মাছ ধরা , এটি গ্রাম বাংলার অনেক দিনের পুরনো ঐতিহ্য।  কুমিল্লা সদর উপজেলার শিমড়া গ্রামেও দেখা  গেল খাডিতে মাছ ধরার পুরনো উৎসব।

সাধারণত বর্ষার শেষে শীতের শুরুতে গ্রামের পাশে ফসলী জমির ধারে গর্তে এমন মাছ ধরা হয়। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা এ মাছের স্বাদ অতুলনীয়। শিং,মাগুর,কই,পুটি,টাকি,শোল,টেংরাসহ না প্রজাতির মাছ পাওয়া যায় খাডিতে। এভাবে মাছ ধরা একটি উৎসবে পরিণত হয়। গ্রামের সব শ্রেণির মানুষ যোগ দেয় তাতে।

আধুনিক যুগে ডিজিটালের ছোঁয়া থাকলেও গ্রামের এসব কিছু এখনো টিকে আছে। হাটু পানি আর কাঁদায় ডুবে থাকা মাছ ধরে আনার আনন্দ সেরকম।

আর পড়তে পারেন