শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনা ভাইরাস সনাক্তকরণ কীট নেই

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
মরণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় দেশের প্রাচীণ নগরী কুমিল্লার স্বাস্থ্য বিভাগসহ প্রশাসন বেশ প্রস্তুতি নিয়ে রাখলেও নেই সনাক্তকরণ কীট।

কুমিল্লা ও পাশ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় রয়েছে দুটি স্থলবন্দর। এছাড়া কুমিল্লার চারপাশে ১০৫ কিঃমিঃ এলাকাজুড়ে রয়েছে ভারতের সীমান্ত। প্রতিদিন বৈধ ও অবৈধপথে ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করছে। অপরদিকে দেশের সবচেয়ে বেশী প্রবাসী কুমিল্লা জেলাতে। ঘনবসতিও অনেক। সব মিলিয়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে তা কিভাবে মোকাবেলা করা হবে এ বিষয়েও রয়েছে অনেক উৎকন্ঠা।

জানা যায়, ১৮ কোটি মানুষের দেশে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য বর্তমানে মাত্র ৫০০টি কীট রয়েছে। যা একমাত্র রাজধানী ঢাকার আইইডিসিআরেই রয়েছে। কুমিল্লাতে করোনা ভাইরাসে রোগী শনাক্ত করার কোন পরীক্ষা বা কীট নেই ।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিব রহমান কুমিল্লায় করোনা ভাইরাস সনাক্তকরণ কীট না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন