বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ১১৪ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় আজ সোমবার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ জনে।

আজকের রিপোর্টে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১০৮ জন হলো।

আজকের রিপোর্টে ৭২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনের ২৯ জন, সদর দক্ষিণের ১ জন, বুড়িচংয়ের ৬ জন, চৌদ্দগ্রামের ৩ জন, চান্দিনায় ১০ জন ও বরুড়ায় ২৩ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১১ জন, আদর্শ সদরে ২ জন, দাউদকান্দিতে ৬ জন, লাকসামে ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ৫ জন, মনোহরগঞ্জে ১৩ জন, বুড়িচংয়ে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, চান্দিনায় ৩ জন, হোমনায় ১৩ জন, দেবিদ্বারে ৭ জন, তিতাসে ৬ জন, তিতাসে ৬ জন, চৌদ্দগ্রামে ১৮ জন, বরুড়ায় ১০ জন ও সদর দক্ষিণে ৮ জন।

সোমবার (৬ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৪৫ জন, মুরাদনগর ২৫৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৬৫ জন, লাকসামে ২৪০ জন, চান্দিনায় ২১০ জন, তিতাসে ১০৯ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৪৪ জন, বুড়িচংয়ে ১৮৯ জন, মনোহরগঞ্জে ১১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৯ জন, নাঙ্গলকোটে ২১৮ জন, হোমনায় ১৬১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩১ জন, লালমাইয়ে ৬৬ জন, চৌদ্দগ্রামে ৩৫৫ জন, আদর্শ সদরে ১৪৯ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৩৫৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৭৮০ জনের। এর মধ্যে ৪ হাজার ২৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১০৮ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৮৩৪ জন।

আর পড়তে পারেন