বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনায় মৃত্যুহার কমছেই না, আরো ১৪ জনের প্রাণ গেল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
করোনার প্রকোপ বেড়েই চলেছে কুমিল্লায় । শনাক্ত কিছুটা কমলেও মৃত্যুহার কিছুতেই কমছে না। কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৪ জন। এছাড়া ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮৬ জন।

শুক্রবার ( ৬ আগস্ট) বিকেল সোয়া ৬ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল থেকে ৬ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে ১৬৩ জনই কুমিল্লা মহানগরের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ১ জন, সদর দক্ষিণের ৭ জন, বুড়িচংয়ের ৫৮ জন, ব্রাহ্মণপাড়ার ২৪ জন, চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ১৯ জন, দেবিদ্বারের ১৫ জন, দাউদকান্দির ৩২ জন, লাকসামের ৬ জন, লালমাইয়ের ২২ জন, নাঙ্গলকোটের ৫৫ জন, বরুড়ার ১৯ জন, মনোহরগঞ্জের ১৮ জন, মুরাদনগরের ৮২ জন, মেঘনার ১৮ জন, তিতাসের উপজেলার ১৪ জন।

মৃতদের মধ্যে বরুড়া ও চান্দিনার তিনজন করে, সিটি কর্পোরেশন, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাইয়ের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ১০ জন নারী এবং ৪ জন পুরুষ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৭ হাজার ৮৪১ জন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

আর পড়তে পারেন