মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৮০৬, মৃত্যু ৯ জনের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৯ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে।

শনিবার (১লা আগস্ট ) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার সিটি কর্পোরেশনে ৩ জন এবং মনোহরগন্জ উপজেলায় ২ জন মারা গেছেন। এছাড়া ব্রাহ্মণপাড়ায়, চান্দিনায়, বরুড়া ও নাঙ্গলকোটে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,(৩১ জুলাই) বিকেল থেকে রবিবার ১লা আগস্ট বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ২৬৪টি নমুনা পরীক্ষায় ৮০৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৬ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৬৮ জন, আদর্শ সদরে ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৬ জন, চান্দিনায় ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪জন, দেবিদ্বারে ৪৮ জন, দাউদকান্দিতে ৭৮ জন, লাকসামে ৬৪ জন,মনোহরগন্জ ৩৬ জন, লালমাইতে ১৩জন, নাঙ্গলকোটে ৬২ জন, বরুড়ায় ৭০ জন, মুরাদনগরে ৭০ জন, মেঘনায় ২৯ জন,হোমনা ২০জন, তিতাসে উপজেলার ০৯ জন রয়েছেন।

আর পড়তে পারেন