শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনার প্রাদুর্ভাবে অধিক মুনাফার আশায় বাজারে ছাড়ছে মানহীন নকল পণ্য, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০২০
news-image

 

শাহ ইমরান:

কুমিল্লায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, অ্যান্টিসেপটিক লিক্যুইড ও হ্যান্ড কাবার,চশমা এগুলোর ব্যাপক চাহিদাকে ঘিরে তৎপর হয়ে উঠেছে একটি চক্র। অধিক মুনাফার আশায় বাজারে ছাড়া হচ্ছে মানহীন নকল পণ্য।

শহরের চকবাজার থেকে শুরু করে কান্দিরপাড়, ঝাউতলা, শাসনগাছা, রেইসকোর্সসহ পুরো কুমিল্লা জোরে চলছে রমরমা ব্যবসা। এর কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

করোনাকালীন বর্তমান সময়ে অ্যান্টিসেপটিক লিক্যুইড স্যাভলনের, ডেটলের স্বল্পতা প্রায় সর্বত্রই। আর এই সুযোগে হুবহু মোড়কে সামান্য নাম পরিবর্তন করে বাজারে ছাড়া হয়েছে স্যালভন বা স্যাভরন এবং নকল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

করোনা মহামারির সময়ে নকল এসব পণ্য ব্যবহারে গ্রাহকের উদ্দেশ্য পূরণ নয় বরং স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

আর পড়তে পারেন