বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি-এলডিপির ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার উপজেলা তাঁতীলীগ আহবায়ক ও মাধাইয়া ইউপি মেম্বার আব্দুল হালিম বাদী হয়ে ৬৩ নেতার নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া মামলায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিস্ফোরিত দুটি ককটেলের আলামত এবং অবিস্ফোরিত ৯টি ককটেল উদ্ধার করি। আব্দুল হালিম মেম্বার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত চলছে।

শনিবার রাতে নৌকার নির্বাচনী কার্যালয়ে সভায় তিনটি মাইক্রোবাস যোগে দুর্বৃত্তরা ধানের শীষের মিছিল দিয়ে ককটেল বিস্ফোরণ করে। এতে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হন।

আর পড়তে পারেন