বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০২১
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে ওরশের গরু দেখতে গিয়ে ট্রাক্টর চাপায় রাফি নামের এক ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া উত্তর পাড়া বাবুল মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার মোচাগড়া গ্রামের সুমন মিয়ার ছেলে।

জানা যায়, পার্শবতী উপজেলা দেবিদ্বারের একটি ওরশের জন্য মোচাগড়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছ থেকে ৮০ হাজার টাকা মূল্যের একটি
গরু ত্রæয় করেন। শনিবার সকালে বাদ্যযন্ত্র নিয়ে বাবুল মিয়ার বাড়ী থেকে ক্রয়কৃত সেই গরুটি নিতে আসেন মাজার কর্তৃপক্ষ।

এসময় বাদ্যযন্ত্রের শব্দে গরু দেখার জন্য রাফি অন্যান্য বাচ্চাদের সাথে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দেয়। পরে আশ-পাশের লোকজন রাফিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা
হবে।

আর পড়তে পারেন