শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এ্যাম্বুলেন্সে পাচাঁরকালে মাদক উদ্ধার॥আটক-৩

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়া ঃ
কুমিল্লা থেকে এ্যাম্বুলেন্সে করে পাচাঁরকালে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় গোপন সংবাদেও ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ১’শ বোতল আমদানী নিষিদ্ধ মরণনাশা মাদক ফেন্সিডিল ও ১০ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

স্থানীয় ও ডিবি পুলিশ সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় এডভান্সড্ সিএনজি ফিলিং ষ্টেশনের কাছে  শনিবার সকাল সোয়া ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই সহিদুর রহমান,এসআই হাবিব ও এসআই এনায়েতের নেতৃত্বে ওৎ পেতে থাকে।

এসময় ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৪৭) তল্লাসী করে আমদানী নিষিদ্ধ এক’শ বোতল ভারতীয় মরণনাশা মাদক ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলো,চাঁদপুর জেলার সদর উপজেলার হেলাল ব্যাপারী (২৬) ,হাবিব মিয়াজি (২৫) ও মুরাদ হোসেন (২৭)।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই এনায়েত বাদী হয়ে সদও দক্ষিণ থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

আর পড়তে পারেন