মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এসডিএফ-এসিআই সমঝোতা চুক্তি স্বাক্ষর

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ও চাঁদপুর জেলার এক লাখ দরিদ্র-অতি দরিদ্র পরিবারের সদস্যদের কারিগরি সহায়তা প্রদান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এসডিএফ-কুমিল্লা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এসডিএফ-কুমিল্লা জেলা ব্যবস্থাপক শরীফ আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন এসডিএফ কুমিল্লার জেলা ব্যবস্থাপক শরীফ আহসানুল কবীর ও চাঁদপুরের জেলা ব্যবস্থাপক মো. রুহুল আমিন খন্দকার এবং এসিআই (এনিমেল হেলথ) কুমিল্লার জোনাল সেলস্ ম্যানেজার রবি তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. নুরুল আমিন, এসিআইয়ের জেনারেল ম্যানেজার মো. মোজাফ্ফর উদ্দিন, এসডিএফ ময়ময়সিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (জীবিকায়ন) মো. হারুন অর-রশিদ, জেলা কর্মকর্তা (জীবিকায়ন) এ কে এম শরীফ উল্লাহ প্রমুখ। এসডিএফ ও এসিআই কর্মকর্তারা জানান, এই চুক্তির মাধ্যমে এসডিএফ কুমিল্লা ও চাঁদপুরের এক লাখ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের সদস্যদের কারিগরি সহায়তা প্রদান, উপকরণ সরবরাহ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি প্রাণি পালন, প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা উন্নয়ন, গবাদি প্রাণির জাত উন্নয়ন, কৃষি উপকরণ পৌঁছানো, উৎপাদন সম্পর্কিত প্রচারপত্র ও পোস্টার বিতরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন