শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এক দিনে ২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী রয়েছে। তার মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ১৯ জন ও জেনারেল হাসপাতালে একজন রোগী ভর্তি রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, শনিবার ১৯ জন রোগী ভর্তি আছে।

যারা ভর্তি হচ্ছেন তারা সেবা পাচ্ছেন। ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার জন্য সকল ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। চলতি মাসে আরো আটজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কুমেক হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে। কুমিল্লা জেনারেল হাসপাতালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও হোমনা উপজেলায় একজন রোগীর খবর জানতে পেরেছি।

তাকে ইতিমধ্যে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, এখন পর্যন্ত যারা ডেঙ্গু আক্রান্তের খবর পেয়েছি, কেউ কুমিল্লায় আক্রান্ত হননি। বেশির ভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন আছেন।

আর পড়তে পারেন