শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় একদিনে করোনায় ১৬ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২১
news-image

ইসতিয়াক আহমেদ:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৭ জন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন রবিবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,৭ আগস্ট বিকেল থেকে ৮ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ১১৯ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ২৪, বুড়িচংয়ের ৩৮, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৬৯, লাকসামের ১৬, লালমাইয়ের ৯, নাঙ্গলকোটের ৪২, বরুড়ার ৪২,মনোহরগঞ্জের ২৩, মেঘনায় ২০, হোমনায় ৪৩, তিতাস১, ব্রাক্ষণপাড়া ১৯, মুরাদনগরের উপজেলার ৪ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা নগরীতে ৫ জন এবং দেবিদ্বার, বরুড়া,চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জের ২ জন করে রয়েছেন। এদিকে বুড়িচং, সদর ও দাউদকান্দির একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং ৮ জন পুরুষ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৮ হাজার ৩৬৫ জন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

আর পড়তে পারেন