শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় একদিনেই করোনায় আক্রান্ত ৬৩, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২৬ জন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। আজ শনিবার (২৩ মে) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন।

এছাড়াও আজ মারা গেছেন আরও ২ জন। মৃতদের মধ্যে মুরাদনগরের ১ জন ও ব্রাহ্মণপাড়ার ১ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১৯ জন।

আজ শনিবার (২৩ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৩ জন, আদর্শ সদরে ২ জন, লাকসামে ৭ জন, মুরাদনগরে ১৪ জন, নাঙ্গলকোটে ২৫ জন, বুড়িচংয়ে ১ জন,ব্রাহ্মণপাড়ায় ১ জন, সদর দক্ষিণে ৬ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে ৪ জন।

এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৮ জন ।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৪১ জন, সদরে ২৯ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৭ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১২ জন, সদর দক্ষিণে ১৭ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ১১০ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ৪৬ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ৩৩ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৫২৬ জন।

আর পড়তে পারেন