শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এএফসি ফরটিস হাসপাতালের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নিবন্ধন বিহীন ঔষধ ও স্যাম্পল ঔষধ সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার এএফসি ফরটিস হাসপাতালের নিজস্ব ফার্মেসীতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবু সাঈদ জানান, এ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে আমরা অভিযান পরিচালনা করি। হাসপাতালের নিচতলায় ফার্মেসীতে বেশ কিছু ঔষধ মেয়াদোত্তীর্ণ পাওয়া যায়। এসময় এসব সংরক্ষণের বিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারেনি। তাই তাদেরকে আর্থিক দন্ড দেয়া হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়সহ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন