শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আমবাগানে বিএনপির ঝটিকা সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৯
news-image

 

 

স্টাফ রিপোর্টারঃ

একই স্থানে দুই সংগঠনের সভা আহ্বানের কারনে সভার অনুমতি না পেয়ে ঝটিকা মিছিলের মতো আমবাগানে ঝটিকা সম্মেলন করেছে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি।

 

জানা যায়, কুমিল্লার বুড়িচং বিএনপি সোমবার উপজেলার ভারেল্লা ইউনিয়নের সোন্দ্রম উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করার জন্য সভা আহ্বান করেন।

 

এদিকে সারাদেশে পিয়াজের দাম বৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুড়িচং উপজেলা যুবদল একই স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আহ্বান করে।

 

একই স্থানে দুই সংগঠনের সভা আহ্বান করায় কাউকে অনুমতি দেয়নি প্রশাসন।

 

প্রশাসনের অনুমতি না মেলায় ভারেল্লা ইউনিয়নে ২টি স্থান পরিবর্তন করে। পরে বাকশিমুল ইউনিয়নের একটি আমবাগানে তাৎক্ষনিক সম্মেলন করা হয়।

 

উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন।

 

বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সাবেক এমপি মাহবুবুর রহমান, ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপির আহবায়ক জসিম উদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন বলেন, পেয়াজসহ দ্রব্যমূল্য উর্দ্ধগতিতে জনগন আজ দিশেহারা। লুটপাট চলছে সর্বত্র, চারিদিকে একটা অস্থির অবস্থা বিরাজ করছে, তা নিয়ন্ত্রনে সরকার অক্ষম অথচ বিএনপির পাঁচ হাজার লোক একসাথে হলে সরকার ভয় পায়। এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে খালেদা জিয়াকে মুক্ত করার কোন বিকল্প নেই।

 

তিনি বলেন, নেত্রীকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে। দেশে গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের প্রধান দায়িত্ব নেতৃকে মুক্ত করা। বাঁচার পথ একটাই আমাদের সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

আর পড়তে পারেন