শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আন্তর্জাতিক বিমানবন্দর

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০১৯
news-image

 

মুক্তমতঃ

কিছু দিন আগে জাতীয় দৈনিকে প্রকাশিত খবর, ‘বাংলাদেশে শীর্ষ দশটি জেলার মধ্যে প্রথম কুমিল্লা।’ বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রবাসীদের আসা-যাওয়ার জন্য। অথচ ব্রিটিশ আমলে নির্মিত কুমিল্লা বিমানবন্দর এখন পরিত্যক্ত। কুমিল্লা ও আশপাশের জেলাগুলোতে অনেক প্রবাসী আছেন যারা নিয়মিত বিদেশে আসা-যাওয়া করেন। এখানকার প্রবাসীরা সাধারণত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন। ফলে তাদের যাতায়াতের পেছনে বড় অঙ্কের টাকা খরচ করতে হয়।

অন্য দিকে, ঢাকার ওপর পড়ে বাড়তি চাপ। আর রাজধানীতে ভয়াবহ যানজট নিত্যদিনের ব্যাপার। অনেক সময় যানজটের কারণে ফ্লাইট মিস করতে হয় প্রবাসীদের। তাই কুমিল্লার বিশ্বযুদ্ধকালীন, পরিত্যক্ত বিমানবন্দর সংস্করণ করে একটি আন্তর্জাতিক বিমানবন্দর করা জরুরি।

বিমানবন্দর করার পর্যাপ্ত জায়গাও আছে কুমিল্লাতে। সরকারের কাছে আবেদনÑ মানুষের দুর্ভোগ এবং রাজধানীর ওপর অযাচিত চাপ কমানোর জন্য কুমিল্লায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হোক। এতে দেশ অর্থনৈতিকভাবেও লাভবান হবে।

কুমিল্লাবাসীর পক্ষ থেকে
মো: ফরিদ উদ্দিন রনি, কুমিল্লা

আর পড়তে পারেন