শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে রঙ্গিন বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।

পরে টাউনহল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি(সনাক)’র কুমিল্লা জেলা সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক সভাপতি অধ্যাপক আমীর আলী চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, দুদক কুমিল্লার উপ-পরিচালক সফিকুর রহমান ভূইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লার সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক এ জেড এম মিজানুর রহমান, দুর্নীতি পতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. আলমগীর খান, শান্তি রঞ্জন ভৌমিক, রোকেয়া বেগম শেফালী, আবুল হাসানাত বাবুল প্রমুখ।

আর পড়তে পারেন