বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আজ আরও ৪৭ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ শনাক্ত সিটিতে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় শুক্রবারে নতুন করে আরও ৪৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৬ জনে।

আজকের রিপোর্টে কোনো মৃত্যু দেখানো হয়েনি। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৬ জন রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩১ জন, চৌদ্দগ্রামে ৭ জন, লাকসামে ২ জন, বরুড়ায় ৩ জন, মেঘনায় ৩ জন ও বুড়িচংয়ে ১ জন।

আজকের রিপোর্টে কাউকে সুস্থ্য দেখানো হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪২৯ জন, মুরাদনগর ৩০২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৪৯৫ জন, লাকসামে ৩৫৪ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৯ জন, বরুড়ায় ২২০ জন, বুড়িচংয়ে ২৪৪ জন, মনোহরগঞ্জে ১৬২ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৩ জন, নাঙ্গলকোটে ৩৬৪ জন, হোমনায় ১০০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫০৯ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৫ হাজার ৩০৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ২৫৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৫০৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৬ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৯৪৩ জন।

আর পড়তে পারেন