শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ৪ আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০১৮
news-image

দাউদকান্দি ও তিতাস নিয়ে কুমিল্লা-১, হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা-২, সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে কুমিল্লা-৬ এবং সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা এবং লাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা-১০

 

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদের তিনশ’ আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা-১ আসনে রয়েছে দাউদকান্দি ও তিতাস উপজেলা, কুমিল্লা-২ আসনে রয়েছে হোমনা ও মেঘলা উপজেলা। এছাড়া কুমিল্লা-৬ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা আর কুমিল্লা-১০ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা এবং লাঙ্গলকোট উপজেলা।

তিনশ’ আসনের মধ্যে ১৬ জেলার মোট ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে তালিকার গেজেট প্রকাশ করেছে সংস্থাটি।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, আসনের সীমানা পরিবর্তনের ক্ষেত্রে উপজেলাগুলোকে অখণ্ড রাখা হয়েছে। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন ২০১৩ সালে অনেক উপজেলাকে ভেঙে দু’টি আসনের মধ্যে করে ফেলেছিল। সেগুলোর অনেকটাই পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে ঢাকার কেরানীগঞ্জের আগের দুই আসন থেকে কমিয়ে একটি আর সাভারে দুই আসন করা হচ্ছে।

আর পড়তে পারেন