শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ১০টি আসনে নৌকার মাঝি হিসেবে মনোনীত হলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৫, ২০১৮
news-image
স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি তুলে দেয়া হচ্ছে।

কুমিল্লার ১০ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পেয়েছেন:
কুমিল্লা-১ আসনে সুবিদ আলী ভূইয়া
কুমিল্লা-২ আসনে সেলিমা রহমান মেরি
কুমিল্লা-৩ আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪ আসনে রাজী ফখরুল
কুমিল্লা-৫ আসনে আবদুল মতিন খসরু
কুমিল্লা-৬ আসনে হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার
কুমিল্লা-৭ আসনে আলী আশরাফ
কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলাম
কুমিল্লা-১০ আসনে আ.হ.ম মুস্তফা কামাল
কুমিল্লা-১১ আসনে মুজিবুল হক মুজিব ।
এছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিবে ক্ষমতাসীন আওয়ামীলীগ। এমন তথ্য পাওয়া যাচ্ছে।  যদি এ আসনটি জাতীয় পার্টিকে দেওয়া হয়, তাহলে এ আসন থেকে বর্তমান এমপি মিলনই মহাজোটের প্রার্থী হবেন।
গত ৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

আর পড়তে পারেন