বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হোমনায় করোনা রোগীর লাশ দাফন করল হ্যালো ছাত্রলীগ’ টিম

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২০
news-image

ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার হোমনায় করোনা রোগীর এক লাশ দাফন করেছে হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ টিম

মঙ্গলবার উপজেলার জগন্নাথ কান্দি গ্রামের আ. খালেক ভূইয়ার ছেলে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।বিকেলে কুমিল্লা থেকে বাড়িতে লাশ আনার পর কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার আনিকের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারের সার্বিক সহযোগীতায় হ্যালো ছাত্রলীগের ওরা ৪১ এর টিমের ৮ সদস্য নিয়ে ধর্মীয় রীতিনিতি মেনে জগন্নাথকান্দি বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হ্যালো ছাত্রলীগের ওরা ৪১ টিমের মো. মাসুদ ইসলাম মিলন, মাইনুল, লিটন হাসান, হাফেজ তোফায়েল মাহমুদ, মাওলানা সাইফুল, হাফেয নাজিম উদ্দিন সরকার, হাফেজ আলাউদ্দিন ভুইয়া মৃত ব্যক্তির কবরখোঁড়া, গোসল, কাফনের কাপড় পরানো, জানাজা ও দাফনের সার্বিক কাজ সম্পন্ন করেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার বলেন, কুমিল্লা কোয়ান্টাম ফাউন্ডেশন সমন্বয়ক শ্যামল আতিক ভাইয়ের ফোন পেয়ে ‘হ্যালো ছাত্রলীগ’র ‘ওরা ৪১ জন টিমের ৮ সদস্য নিয়ে দুলাল মিয়ার লাশ দাফন সম্পন্ন করেছি।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সকল ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মৃতব্যক্তির আনুষ্ঠানিকতা যথাযথভাবেই পালন করতে হ্যালো ছাত্রলীগ ওরা ৪১ এর জন্ম।

আর পড়তে পারেন