শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার শতকরা ৮৮.৫১ ভাগ

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২০
news-image

 

মোঃ আতিক,হোমনাঃ

কুমিল্লার হোমনায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১ হাজার ৫৫০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৩৭২ জন।

হোমনায় এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার শতকরা ৮৮.৫১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

হোমনা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জিপিএ- ৫ প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো- হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬ জন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ জন, হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২ জন, রামকৃষ্ণপুর কে.কে আরকে উচ্চ বিদ্যালয়ে ১০ জন, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ জন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২ জন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে ৪ জন, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ জন, কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ে ৩ জন।

এ ছাড়া এসএসসি ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এর মধ্যে নিলখী উচ্চ বিদ্যালয়ে ১২ জন ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ জন।

আর পড়তে পারেন