মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার স্টেডিয়ামের নতুন রূপ, মুগ্ধ কুমিল্লাবাসী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লা শহরের ধর্মসাগর ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের পাশে অবস্থিত স্টেডিয়ামের বড় ফটক। কেন্দ্রীয় ঈদগাহের সামনে এগোলেই শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের বড় ফটক। সেই পথ পেরিয়ে স্টেডিয়ামের মূল আঙিনায় প্রবেশের ফটক। প্রথম দর্শনেই ভালো লাগার মতো চারপাশের সৌন্দর্য। ভেতরটাও চোখ জুড়িয়ে দেয় প্রথম দেখাতেই। কুমিল্লায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম যেন সৌন্দর্যের আধার!

ড্রেসিং রুম, প্রেসবক্সসহ মাঠের দুপ্রান্তের স্থাপনা, চারপাশের গ্যালারি চোখে লেগে থাকার মতো। ধর্মসাগর পাড়ের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। সব মিলিয়ে নয়নভিরাম এক স্টেডিয়াম।

আগে স্টেডিয়ামের নাম ছিল শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের বিভাগীয় স্টেডিয়াম। সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেটের উপেযাগী করার পর নাম হয় শহীদ ধীরেন্দ্রনাথ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

গুঞ্জন শুনা যাচ্ছে বিপিএল ৭ম আসর নাকি বসতে যাচ্ছে কুমিল্লা স্টেডিয়ামে।

কুমিল্লা স্টেডিয়ামে আউটফিল্ডও আরেকটু ভালো করার জায়গা আছে।

তবে যেটুকু আছে, সেটির সৌন্দর্যেই মুগ্ধ কুমিল্লাবাসী। কুমিল্লাবাসীর মতে এই স্টেডিয়াম বিশ্বমানের।

আমরা কুমিল্লা সন্তান নামে একজন ফেসবুক লিখেছেন, ইনশাল্লাহ্ কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংস্কতি খেলাধুলা আরো একদাপ এগিয়ে যাবে, উদ্বোধন এর অপেক্ষায়।

মোহাম্মদ মোতালেব বিপি নামে একজন লিখেছেন, কুমিল্লা স্টেডিয়াম পরিদর্শন করলেন আ হ ম মোস্তফা কামাল মহোদয়, এসময় তিনি বিপিএলের কিছু ম্যাচ হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

নিগার সুলতানা নুপুর লিখেছেন, উদ্বোধনের অপেক্ষায় নতুন সাজে সজ্জিত কুমিল্লা স্টেডিয়াম !

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে। ফলে পুরনো জরাজীর্নতা কেটে স্টেডিয়ামটি ফিরেছে নান্দনিক রূপে। ২০ হাজারের অধিক দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামটি এখন পুরোপুরি প্রস্তুত।

পুরো স্টেডিয়ামকে ভেঙ্গে নতুন করে গড়া হয় এর অবকাঠামো এখন অপেক্ষা উদ্বোধনের।

আর পড়তে পারেন