শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রামে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত (ভিডিওসহ)

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৪, ২০১৮
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী বাবুল ও রাজিব নিহত হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২’শ বোতল ফেন্সিডিল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) রাত ১ টার দিকে উপজেলার আমানগন্ডা এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল উপজেলার পৌর এলাকার মৃত. হাফেজ আহমেদের ছেলে। রাত আড়াইটার দিকে মরদেহটি কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসেন থানা পুলিশ। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, মাদকের চালান যাচ্ছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা করে। পুলিশ আতœরক্ষার্থে গুলি করলে ঘটনাস্থলে বাবুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলাসহ ৬টি মামলা রয়েছে।

এদিকে একই রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারার গোয়াল মথন এলাকায় রাজিব নামে আরেক মাদক ব্যাবসায়ি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। নিহত রাজিব সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকার চাঙ্গিনি গ্রামের শাহ আলমের ছেলে। রাত তিনটার দিকে তার মরদেহ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৪০ কেজি গাঁজা এবং একটি দেশীয় এলজি পাওয়া গেছে। তার বিরুদ্ধে ৭টি মাদকের মামলা রয়েছে । এ নিয়ে গত তিন দিনে কুমিল্লায় মোট ৫ জন মাদক ব্যাবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

আর পড়তে পারেন