শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১০, ২০২১
news-image

 

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার সদর দক্ষিণে পৃথক অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ সেপ্টেম্বর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর গ্রামের উড়িয়াইন গ্রামের মোঃ মাইনুল হোসেনের ছেলে আক্তার হোসেন (৫০)।

এদিকে র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক একটি আভিযানিক দল গতকাল রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মোঃ কামাল হোসেন (২৮) ও একই থানার শ্রীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৪)।

এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আর পড়তে পারেন