শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো ডিজিটাল বাল্যবিবাহ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০২০
news-image

 

সদর দক্ষিণ প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী ডিজিটাল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের শোভানগর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

ইউএনও বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রযুক্তির সহায়তায় সৌদি প্রবাসী সাথে ডিজিটাল ভাবে বিয়ে কাজ করা হবে। ঘটনার স্থলে গিয়ে তার প্রমাণও মিলে। মেয়ের বাবা আবু হানিফকে নগদ ৫০ হাজার টাকা জরিমান এবং বিয়ে পড়ানোর কাজী ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করা হয়। এসময় সদর দক্ষিণ মডেল থানার এএসআই আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলো।

আর পড়তে পারেন