শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার লালমাইয়ে ২ মাসের শিশু ও হাসপাতালের নার্স করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় প্রথমবারের মত দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উপজেলার ৩নং ভুলইন উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কিসমত চলুন্ডা গ্রামের আমানের সন্তান ২ মাস বয়সী লামিয়া ও একই গ্রামের  বাগমারা হাসপাতালের নার্স  ফেরদৌসি বেগম (৪৮) ।

শুক্রবার (৮ মে) রাতে তারো করোনা সনাক্ত হোন।

লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা    কে.এম.ইয়াসির আরাফাত জানান, (শনিবার) সকালে তার পরিবার ও আশেপাশের তিনটে পরিবারকে লকডাউন করা হয়েছে। তিন পরিবারের সকল সদস্যের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।  আক্রান্ত পরিবারকে প্রধানমন্ত্রী প্রদত্ত  পর্যাপ্ত সরকারি খাদ্য উপহার, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শিশুটি স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকিতে আছে।

তিনি আরো জানান,  করোনায় আক্রান্ত  বাগমারা হাসপাতালের নার্স  ফেরদৌসি বেগম
কুমিল্লা শহরে থাকেন। তার বাসাও  লকডাউন করা হয়েছে ও পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আর পড়তে পারেন