বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনায় বাড়ির লোকদের মুখ-হাত বেধেঁ ডাকাতি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২০
news-image

 

দাউদকান্দি প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলায়  একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে নগদটাকা, সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাতে উপজেলার গোবিন্ধপুর ইউনিয়নের আলীপুর গ্রামের আলী আকবরের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

গৃহকর্তা আলী আকবরের ভাষ্য অনুযায়ী, ১৪-১৫ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত তাঁদের অস্ত্রের মুখে বেঁধে নগদ টাকা গয়নাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে। আমাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে ডাকাতেরা ট্রলার নিয়ে পালিয়ে যায়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ডাকাতির খবর পেয়ে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।