শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া দুই শিক্ষার্থীকে শ্লীলতাহানি ঘটনায় যুবকের এক বছরের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০২০
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোববার (১১ অক্টোবর) সকালে দুই মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি করায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা চালককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও ব্রা‏হ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

কারাদন্ড প্রাপ্ত বিল্লাল হোসেন ব্রা‏হ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের মুকবল হোসেন মোহন মিয়ার ছেলে। তাকে একইদিন দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন সিএনজি চালিত একটি অটোরিক্সা কিনে নিজেই গাড়ী চালায়। মাঝে-মধ্যে অন্য চালকের কাছেও ভাড়া দেয়। ঘটনারদিন অটোরিক্সাটি অন্য চালকের কাছে ভাড়া দিয়ে নিজে যাত্রীর আসনে বসে ব্রাহ্মণপাড়া থকে চান্দলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার ছোটধুশিয়া এলাকা থেকে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর দুই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় প্রাইভট পড়তে যাওয়ার জন্য ওই সিএনজিতে উঠে পেছনের খালি দুটি আসনে বসে। পাশের একটি আসনে বসা ছিলো ওই সিএনজির চালক বিল্লাল হোসেন। অন্য একজন চালক গাড়ী চালাচ্ছেন। এ সময় বিল্লাল হোসেন পাশের সিটে বসা দুই মাদ্রাসা ছাত্রীর সাথে বিভিন্ন যৌন উত্তেজনা মূলক কথা বর্তা বলেন এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন।

সিএনজি চালিত অটোরিক্সাটি পদুয়া খামাচাড়া এলাকায় পৌছলে সম্ভ্রম রক্ষা করতে চলন্ত সিএনজি থেকে এক ছাত্রী লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি চালিত অটোরিক্সাটি এবং বিল্লাল হোসেনকে আটক করে। স্থানীয় লোকজন বিষয়টি ব্রা‏হ্মণপাড়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ব্রা‏হ্মণপাড়া থানা পুলিশের এস আই জীবন কৃষ্ণ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে বিল্লাল হোসেনকে আটক করেন এবং মাদ্রাসার দুই ছাত্রীকে উদ্ধার করেন।

পুলিশ আটক বিল্লাল হোসেনকে নিয়ে যায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর কার্যালয়ে। এ সময় ভ্রাম্যমান আদালত বসান নির্বাহী ম্যাজিষ্ট্যাট। আদালতের কাছে দুই মাদ্রাসার ছাত্রী, স্থানীয় লোকজন তাদের বক্তব্য উপস্থান করেন। ভ্রাম্যমান আদালতের কাছে বিল্লাল হোসেন দোষ স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধির ১৮৬০ সনের ৩৫৪ ধারায় শীলতাহানির দায়ে বিল্লাল হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। নির্বাহী ম্যাজিষ্ট্যাট জাফর সাদিক চৌধুরী বলেন, যাত্রীবেশে চালক বিল্লাল হোসেন সিএনজির পিছনে উঠে দুই ছাত্রীকে শ্লীলতাহানি করার কথা ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধির ১৮৬০ সনের ৩৫৪ ধারায় সিএনজি চালককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, কারাদন্ড প্রাপ্ত সিএনজি চালিত অটোরিক্সা চালক বিল্লাল হোসেনকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন